প্রকাশিত: Wed, Jan 4, 2023 4:07 PM আপডেট: Wed, Jul 2, 2025 1:31 PM
ভিত্তিহীন কথা এড়িয়ে চলতে পাকিস্তানকে পরামর্শ তালিবানের
ইমরুল শাহেদ: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা বলেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে ‘তেহরি-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি সদস্যরা লুকিয়ে আছে। এই মন্তব্যের দুই দিন পর তালিবানরা পাকিস্তানকে ‘ভিত্তিহীন ও উস্কানিমূলক ধারণা’ পরিহার করে চলার পরামর্শ দিয়েছে। এএনআই
তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ টুইটার হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘পাকিস্তানসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান। কাবুল তার এই লক্ষ্য অর্জনে সব উপায়ের প্রতি বিশ্বাস রাখে।’
বিবৃতিতে জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, এটা দুঃখজনক যে পাকিস্তানি কর্মকর্তারা আফগানিস্তান সম্পর্কে মিথ্যা বিবৃতি দিচ্ছেন। তিনি বলেন, আফগানিস্তান যথাসাধ্য চেষ্টা করছে যাতে পাকিস্তান তো নয়ই, অন্য কোনো দেশের বিরুদ্ধে কেউ যাতে আফগান ভূমি ব্যবহার করতে না পারে।
তিনি বলেন, ‘এই লক্ষ্য অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানকেও এ ব্যাপারে স্থির থাকতে হবে। তাদেরকে ‘ভিত্তিহীন ও উস্কানিমূলক’ কথাবার্তা এড়িয়ে চলতে হবে। কারণ এ ধরনের কথা ও অবিশ্বাস দুই দেশেরই স্বার্থের পরিপন্থী।’ তালিবানরা বলেছেন তারা দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা বজায় রাখতে সব সময়ই প্রস্তুত।
টোলোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তা সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত। তালিবানরা বলেছেন, এ ধরনের অভিযোগ দুই প্রতিবেশি দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে বিনষ্ট করে।
আফগান তালেবানের সঙ্গে টিটিপির ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। গত নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি টানে টিটিপি। তারপরই তারা পাকিস্তানে হামলা জোরদার করে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
